Wellcome to National Portal

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, নরসিংদী এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম                                    

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জরুরী ফোন নম্বর ১০৫(টোল ফ্রী)

Main Comtent Skiped

Vision and Mission

নরসিংদী জেলা নির্বাচন অফিস নির্বাচন কমিশন বাংলাদেশের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যা জেলার সকল নির্বাচনী কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত। উক্ত কার্যালয়ের মাধ্যমে জাতীয় ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় পরিচয়পত্র (NID) তৈরী ও বিতরণ, নির্বাচন কার্যক্রম বাস্তবায়ন, এবং সরকারি বিভিন্ন নির্দেশনা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করা হয়ে থাকে।

জনসাধারণের দোরগোড়ায় নির্ভরযোগ্য ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে নরসিংদী জেলা নির্বাচন অফিস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের সকল প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করায় এ অফিস দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচন কমিশনের নীতিমালা ও নির্দেশনা অনুসরণপূর্বক, এ অফিস জেলার সকল নির্বাচনী কর্মকাণ্ডকে কার্যকর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নিরলসভাবে সচেষ্ট।

২০২৫ সালের মধ্যে নরসিংদী জেলার সকল ভোটারের নিকট স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা নির্বাচন অফিস দৃঢ়প্রতিজ্ঞ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।