নরসিংদী জেলা নির্বাচন অফিস নির্বাচন কমিশন বাংলাদেশের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যা জেলার সকল নির্বাচনী কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত। উক্ত কার্যালয়ের মাধ্যমে জাতীয় ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় পরিচয়পত্র (NID) তৈরী ও বিতরণ, নির্বাচন কার্যক্রম বাস্তবায়ন, এবং সরকারি বিভিন্ন নির্দেশনা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করা হয়ে থাকে।
জনসাধারণের দোরগোড়ায় নির্ভরযোগ্য ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে নরসিংদী জেলা নির্বাচন অফিস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের সকল প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করায় এ অফিস দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন কমিশনের নীতিমালা ও নির্দেশনা অনুসরণপূর্বক, এ অফিস জেলার সকল নির্বাচনী কর্মকাণ্ডকে কার্যকর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নিরলসভাবে সচেষ্ট।
২০২৫ সালের মধ্যে নরসিংদী জেলার সকল ভোটারের নিকট স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা নির্বাচন অফিস দৃঢ়প্রতিজ্ঞ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS