জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, যার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। বর্তমানে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাগরিকদের জন্য মোট ২৫টি গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করা হয়েছে, যা নাগরিক অধিকার নিশ্চিতকরণে এক যুগান্তকারী পদক্ষেপ।
নরসিংদী জেলার অধীনস্থ ৬ টি উপজেলায় ইতোমধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের সংশোধন ও তথ্য হালনাগাদ কার্যক্রম আরও ডিজিটাল ও সহজতর করা হবে।
উপজেলা পর্যায়ে এনআইডি সেবার পরিসর বৃদ্ধি করা হবে।
নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রমে প্রযুক্তি ব্যবহার আরও বিস্তৃত করা হবে।
জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত অনলাইন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS