Wellcome to National Portal

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, নরসিংদী এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম                                    

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জরুরী ফোন নম্বর ১০৫(টোল ফ্রী)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নরসিংদী জেলা নির্বাচন অফিস বাংলাদেশের নরসিংদী জেলার নির্বাচন সংক্রান্ত একটি সরকারি কার্যালয়। এটি বাংলাদেশ নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন) এর একটি অধীনস্থ শাখা হিসেবে কাজ করে এবং জেলার আওতাধীন সকল ধরণের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা ও তত্ত্বাবধান করে। নরসিংদী জেলা নির্বাচন অফিস নিজস্ব ভবনে অবস্থিত।

নরসিংদী জেলা নির্বাচন অফিসের প্রধান কাজসমূহের মধ্যে রয়েছে:

  • জেলার আওতাধীন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং পৌরসভা নির্বাচন পরিচালনা করা।
  • ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা।
  • জেলা পর্যায়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীদের প্রতীক বরাদ্দ, এবং নির্বাচনী বিধিমালা কার্যকর করাসহ নির্বাচন-সম্পর্কিত যাবতীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম তদারকি করা।
  • নির্বাচন চলাকালীন সময়ে নীতিমালা ও আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা।
  • প্রয়োজনীয় ট্রেনিং, ওয়ার্কশপ এবং জনসচেতনতা কার্যক্রম আয়োজনের মাধ্যমে নির্বাচন বিষয়ে জনগণকে অবহিত রাখা।

নরসিংদী জেলার আওতাধীন ৬টি উপজেলা:

০১। নরসিংদী সদর

০২। পলাশ

০৩। শিবপুর

০৪। মনোহরদী

০৫। বেলাবো

০৬। রায়পুরা

সংক্ষেপে, নরসিংদী জেলা নির্বাচন অফিস জেলার নির্বাচন ব্যবস্থাপনা ও নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হিসেবে কাজ করে যাচ্ছে।

জাতীয় পরিচয়পত্র ফি জমা প্রদান সংক্রান্ত

ক্রমিক নং

কার্যসমূহ

ধার্যকৃত ফি


সাধারণ (৩০ কার্যদিবস)

জরুরী (৭ কার্যদিবস

০১।

জাতীয় পরিচয়পত্র নবায়নঃ

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে ১৫(পনের) বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে।


১০০টাকা

১৫০টাকা

০২।

হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিঃ

জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোন থানায় জিডি করতে হবে এবং জিডির মূলকপি সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।



(ক) প্রথমবারআবেদনেরক্ষেত্রে

২০০টাকা

৩০০টাকা

(খ) দ্বিতীয়বারআবেদনেরক্ষেত্রে

৩০০টাকা

৫০০টাকা

(গ) পরবর্তীযেকোনবারআবেদনেরক্ষেত্রে

৫০০টাকা

১০০০টাকা

০৩।

জাতীয়পরিচয়পত্রসংশোধনঃ


জাতীয় পরিচয় নিবন্ধনের সময় প্রত্যেক নাগরিক ফরম-২ এ যে সব তথ্য প্রদান করেন সে সব তথ্য হতে বাংলায় ও ইংরেজিতে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ ও নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্রে লিখা হয়। জাতীয় পরিচয়পত্রের এ সব তথ্যের সংশোধনকে “জাতীয় পরিচয়পত্র সংশোধন” হিসেবে গণ্য।


(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৪০০টাকা

০৪।

তথ্য-উপাত্ত সংশোধনঃ


জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্যসমূহ ছাড়া ফরম-২ লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে “তথ্য-উপাত্ত সংশোধন” হিসেবে গণ্য করা হবে।



(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

১০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

উপরিউক্ত ফি/চার্জ ট্রেজারী চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন সচিবালয়” এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে (ভ্যাটসহ) পরিশোধ করা যাবে।


ট্রেজারী চালানে জমাঃ

বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে নির্দিষ্ট হারে জাতীয় পরিচয়পত্র ফি অর্থনৈতিক কোড নং- "১-০৬০১-০০০১-১৮৪৭-জাতীয় পরিচপত্র ফি" নতুন কোড-১৪২২৩০২। উক্ত ফি এর উপর শতকরা ১৫ টাকা হারে মূল্য সংযোজন কর জমা দিতে হবে। মূল্য সংযোজন করের অর্থনৈতিক কোড নং- "১-১১৩৩-০০০০-০৩১১-মূল্য সংযোজন কর" নতুন কোড-১১৪১১০১। মূল্য সংযোজন কর কোড এর "০০০০" স্থলে ফি জমাদানকারীকে সংশ্লিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। কমিশনারেটের কোড সমূহ নিম্নরূপঃ


ঢাকা (পূর্ব)-০০৩০

ঢাকা (দক্ষিণ)- ০০১০

রংপুর-০০৪৫

রাজশাহী-০০২০

ঢাকা (পশ্চিম)-০০৩৫

কুমিল্লা-০০৪০

যশোর-০০০৫

চট্টগ্রাম-০০২৫

ঢাকা (উত্তর)-০০১৫

সিলেট-০০১৮

খুলনা-০০০১

-